('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টা করে যাই এই অনু কবিতায়।)
-------------------------------------------------


(৩০) তোমার অপেক্ষায়
---------------------
তোমার অপেক্ষায়
এখনো আকাশের পানে,
সবুজের বনে, বহতা নদীর জলে তাকাই।
হতাশার মাঝে মনোহর প্রেম আসে,
আশা নিরাশায় চলে তুমুল লড়াই।


(৩১) কবিতার মাঝে খোঁজ না কবিকে
---------------------------------
কবিতার মাঝে খোঁজ না কবিকে,
কবিতায় বলা সব কবির জীবনের নয়।
ভালোবাসা, প্রেম, দুঃখগাঁথা যতো;
নিত্যনতুন রূপে কবিতার খাতায়
ঝরে অবিরত।


(৩২) পাতার আড়ালে বসে
-----------------------
পাতার আড়ালে বসে
উদাসী কোন পাখী গান গেয়ে যায়,
স্বপ্নাহত জীবনের দুঃখের কথা।
নিস্তব্ধ ভোরে পৃথিবীর মাঝে
জেগে উঠে অনন্ত আকুলতা।


(৩৩) তুমি আসার বলে
--------------------
তুমি আসবে বলে
আঙিনা জুড়ে ছড়িয়ে রেখেছি
অজস্র রঙিন ফুল;
ভালোবাসা, জোনাকীর আলো, পূর্ণিমার চাঁদ।
অপেক্ষায় ছিলাম আমি; তুমি এলে না।


(৩৪) রাতের আকাশের পানে
--------------------------
রাতের আকাশের পানে
চেয়ে চেয়ে অন্ধ হয়েছে চোখ।
জ্যোৎস্নার তরল রজতধারা ঝরেনি ভুবনে;
তাই, সাগরে, ভূধরে, পাহাড়ে মরুতে
তোমারেই খুঁজে যাই।


(৩৫) জীবন রেলগাড়ী
-------------------
জগত স্থবির হলেও চলে জীবনের রেলগাড়ী,
আঁধারের যাত্রাপথে সে বড্ড বাড়াবাড়ি।
ভয়াতুর নিশিরাতে ময়ূরী, কোকিলা,
পোকামাকড়ের জীবন নিয়ে দিচ্ছে জলধি পাড়ি।