টাকার হাতে বন্দী তিনি,
        টাকাই যে তার বাপ;
টাকার লোভেই রাজাকারের
        কোলেতে দেন ঝাপ।


হুমকি-ধামকি, জীবন নাশের
        ভয় দেখায়ে কয়-
'বাংলাদেশে হবে আবার
        রাজাকারের জয়'!


রাজাকারের টাকা আছে
        স্বার্থে বিলায় তারা,
তাদের সাথে গাঁটছড়া ভাব
        অর্থলোভী যারা


সত্য কথা জানতে যখন
        লোকেরা জিগায়-
'রাজাকারের পিঠে চড়ে
        দলবলে কি খায়'?


'খামোশ' বলে তেড়ে উঠে
        দেখায় টাকার বল,
চোরে চোরে মাসতুতো ভাই
        তাইতো এতো ছল।


সন্ত্রাসীদের ভয়ে কভু
        বীর কি ভীত হয়?
দেশপ্রেমী এই জনতা কয়-
        'জয় বাংলার জয়'।


১৫/১২/২০১৮
মিরপুর, ঢাকা।