কী খেলা খেলিছো দয়াল?
      তোমার খেলার জুরি নাই;
শিশুর মতোন ভাঙ্গো গড়ো
      আকাশ পাতাল ধরাটাই॥


পাহাড় ভেঙে সাগর করো,
সাগর বুকে পাহাড় গড়ো;
মরুতে ফুলবাগান বানাও
      যখন ইচ্ছে করো তাই॥


আট বেহেস্ত, সাতটি দোজখ
      শুনেছি কিতাবে আমি;
তোমার ইচ্ছায় এলাম ধরায়
      এইতো জানি, ওগো স্বামী।


যা করি তা-ই তোমার ইচ্ছায়,
আমার কি আর আছে উপায়!
আমার আমি সে-তো তুমি
      ওগো, দয়াল আলেক সাঁই॥


২৪/০৫/২০২১
মিরপুর, ঢাকা।


(গীতি কবিতা)