কিছু লোক আছে মনযোগ দিয়ে গল্প-কবিতা পড়ে,
কিছু লোক আছে অবসর কালে কবিতা পড়ে না তারা;
কিছু লোক আছে কাব্য-আসরে ওঠ-বসে আর নড়ে,
কিছু লোক আছে আঁখি মুড়ে থাকে, কবিতা শুনেন যারা।
কিছু লোক আছে নিজের কথায় নিজ দেয় হাততালি,
কিছু লোক আছে শোনার সময় ফিসফস কথা বলে;
কিছু লোক আছে মূল্যবিহীন কথা বলে যায় খালি,
কিছু লোক আছে ফিটফাটরূপে বাবু-সা'ব হয়ে চলে।


আজব পৃথিবী, আজব মানুষ! আজব যে কারবার,
অদ্ভুত সব বিচিত্র ধারা কিছু মানুষের আছে;
পরিবর্তন হবে না কখনো, এই হলো সমাচার,
মানুষ-সমাজ বনানীর ন্যায় হাজার রকম গাছে।
কিছু লোক আছে পণ্ডিত সাজে, বুঝে না-তো কোনো কিছু,
কাঁঠাল কিলিয়ে চায় সে বানাতে টসটসে থাই-লিচু!


২৭/১২/২০২২
মিরপুর, ঢাকা।