কুয়াশায় পথ হাঁটি; শিশিরে পিচ্ছিল,
বন্ধুর, সঙ্কুল পথ। প্রভাতের সূর্য
ডিম্ব-কুসুমের মতো আকৃতি লুকিয়ে
রাখে; উঠি উঠি করেও হাসে না আর।
কবি হেলাল হাফিজ! হেলেনের প্রেমে
মজেছিলো কোনকালে। ব্যর্থ হয়ে আজো
বৈরাগ্যের চেতনায় কুয়াশার পথে
হেঁটে চলে অজানায়; অনন্তের দিকে।
সবকিছু দেখে-শুনে বুঝেছি এটুকু-
মানুষের এ জীবন উপলব্ধিহীন
চির-বৈরাগ্য সাধনা করা! অতপরঃ,
অনুতপ্তহীনভাবে চলে যাওয়া দূরে।
অবহেলা, অনাদর আর প্রত্যাখান
চিরস্থায়ী নয়, এই জীবনের মতো।


১৪/১০/২০২২
মিরপুর, ঢাকা।