(সুরা আল বাকারাহঃ আয়াত নং- ৯৪-১০১)
আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


বলো, নবী সকলেরে, আল্লাহর বাণী,
সবাকার মৃত্যু হবে নবী যে আপনি।
আখেরাতের বাসস্থান আছে আল্লার কাছে,
তাদের জন্য বরাদ্ধ সবকিছু আছে।
সত্যবাদী হও যদি মৃত্যু চাহো তুমি,
সেখানেতে আছে তবে পুণ্যফল ভূমি।
গোনাহগার, মোনাফেকে মৃত্যু চাহে না,
অবগত আছেন আল্লা তাদের বাহানা।
মুশরিকেরা অতি লোভী দুনিয়ার 'পর,
বাঁচিতে চাহে যে তারা হাজার বছর।
আয়ুপ্রাপ্তি তাদেরকে রক্ষা নাহি করে,
জেনো তুমি সব আছে আল্লার গোচরে।
কেহ যদি শত্রু হয় জিবরাইলের প্রতি,
দুনিয়াতে তাহাদের হবে বড়ো ক্ষতি।
আল্লাহর আদেশে সে কালাম আনিছে,
মোমিনের সম্মুখেতে তুলিয়া ধরেছে।
নবী ও ফেরেস্তা এবং জিবরাইল-মিকাইলে,
শত্রু হলে তাহারা যে যাবে রসাতলে।
অস্বীকারকারী যারা তারা কাফের হয়,
আল্লাহ যে কাফেরের শত্রু যে নিশ্চয়।
অবাধ্যরা ছাড়া কেহ অস্বীকার করে না,
এ কোরান হলো তার বড়ো নিদর্শনা।
একদল আছে তারা ছুঁড়ে ফেলে দেয়,
ভাবে, কেহই জানে না তাহাদের ন্যায়!
আহলে কিতাবধারী জানে সত্যায়ন,
ছুড়ে ফেলে তবু তারা অবাধ্য যখন।
ইহুদি নাছারা যারা সবকিছু জানে,
স্বার্থবাদী লোভে তারা নবীকে না মানে।


০৯/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।
-