আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
××××××××××××××××


মানুষের মাঝে কিছু এমনতরো আছে-
বলে তারা, 'আল্লাহতে ঈমান আনিয়াছে'।
এই কথা মুখে বলে অন্তরেতে নাই,
ঈমানদার নয় তারা জেনে রেখো তাই।
আল্লাহ ও মুমিনেরে ধোঁকা দিতে চায়,
বোঝে নাতো কভু তারা ধোঁকা নিজে খায়।
অশান্তি করো না আর, সাবধান হও,
বিশ্বাসীর মতো তুমি বিশ্বাসেতে রও।
এই কথা শুনে তারা হাস্য করে বলে-
'নির্বোধের মতো বলো কেবা কভু চলে'?
নির্বোধেরা বুঝে নাতো অন্তরের রোগ,
আল্লাহ বাড়িয়ে দেন অতীব দুর্ভোগ।
শাস্তি রয়েছে তাদের যন্ত্রণারই দ্বারা,
সচেতন মিথ্যা কথা বলে যায় যারা।
বিশ্বাসীদের কাছে বলে- 'আমরা তো বিশ্বাসী',
বিভ্রান্তদের কাছে বলে- 'তামাশা করেছি;
আমরা আছি সবসময় তোমাদের সাথে'।
দুরাচারী সবসময় মিথ্যা কথায় মাতে।
তাদেরকে বলো যদি দুনিয়ার 'পরে-
না করিও ঝগড়াঝাটি, থাকো শান্তি ধরে'।
তখনই সকলে তারা এই কথা বলে-
'আমরাতো আছি শান্তি প্রতিষ্ঠার দলে'।


তামাশার প্রতিফল আল্লাহ দেবেন,
তাদেরকে অবকাশ কিছু দিয়েছেন।
ভ্রান্তির ছলনে তারা ঘুরিয়া বেড়ায়,
হেদায়েতের বিনিময়ে গোমরাহী পায়।
তাদের উপমা হলো, সে জনার মতো,
আগুন জ্বালালো যারা হতে আলোকিত।
আল্লাহ তখনি এসে আলো নিয়ে গেলো,
অন্ধকারে হাবুডুবু বিভ্রান্তরা খেলো।
ঘোর আঁধারে ঘুরপাক খাবে আজীবন,
অন্ধ-বধির-বোবা হয়ে কাটাবে জীবন।
অথবা, অবস্থা তার, সে পথিকের মতো,
ঝড়বৃষ্টি অন্ধকারে ঘুরে অবিরত।
বজ্রের গর্জনে আর বিদ্যুতের আলো.
আলোকের পরে নামে ঘুটঘুটে কালো।
বিদ্যুতের ঝলকেতে আলো দিয়ে যায়,
সে আলোতে কিছু পথ চলিবারে পায়।
ফের এসে ঢেকে ফেলে গহন আঁধার,
থমকে দাঁড়ায় তারা তখনই আবার।
মৃত্যুভয়ে ত্রস্ত্র হয়ে কানে আঙুল ভরে,
কাফেরকে আল্লাহ রাখে বেষ্টন করে।
আল্লাহ যে মহাজ্ঞানী সকল বিষয়ে,
সর্ব শক্তিমান তিনি জানিও নিশ্চয়ে।


৩০/০১/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পুরোপুরি পবিত্র কোরআন শরিফ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।