(সুরা আল বাকারাহঃ আয়াত নং- ৮৯-৯৩)
আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


আল্লাহর কাছ থেকে তাহাদের কাছে,
যখনই কোন গ্রন্থ পাঠানো হয়েছে।
পূর্বেই তাদের কাছে ছিলো যে সংবাদ,
তবু তারা এই নিয়া করেছে বিবাদ।
অঙ্গীকার ভঙ্গকারীকে অভিসম্পাত,
অস্বীকার করে তারা আল্লার কিতাব।
কতোই যে মন্দ হলো তাদের বিনিময়,
ঈর্ষাতেই করে তারা আত্মাকে বিক্রয়।
হটকারী বান্দাদের শাস্তি বহু বড়ো,
ক্রোধের 'পরে ক্রোধ এনে করিও না জড়ো।
তাদেরকে বলা হতো, কথা শুনে যাও,
পাঠিয়েছেন আল্লা যা, তাকে মেনে নাও।
কিন্তু তারা অস্বীকার করে সেই কথা,
সত্যায়ন কিতাবকে বলে বাতুলতা।
তাদের উপরে যাহা অবতীর্ণ ছিলো,
সেটি ছাড়া সর্ব গ্রন্থ অস্বীকার করিলো।


পয়গম্বরকে তোমরা হত্যাও করিতে,
বলো, কেমন বিশ্বাসী এই মহীলোকে?
সুস্পষ্ট মোজেজাতে মুছা যবে এলে
তার অবর্তমানে গো-বৎস বানালে।
বড় অত্যাচার হলো গো-বৎসপ্রীতি,
ছাড়িতে পারিলে সেই মন্দ বিষয়াদি।
তোমরা করেছো সবে সীমার লঙ্ঘন,
এই কথা চিরদিন রাখিও স্মরণ।
বলিলাম সকলেরে, তুর পাহাড় ধরে,
তুর পাহাড় তোমাদের ধরো শক্ত করে।
বিশ্বাসী হলে তোমরা মন্দ বিষয় ছাড়ো।
দিয়েছি যা তোমাদেরকে দৃঢ়ভাবে ধরো।
প্রভাবিত হয়েছিলো কুফরের কারণে,
বিশ্বাস নাহি রইলো তাহাদের মনে।


৩০/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।
-