কবে হবে সেই ছেলে আমাদের দেশে?
কাজ করে যাবে সদা দেশ ভালোবেসে।
নিজেদের লোভ-লাভ পরিহার করে,
মেধা-শ্রম দিয়ে যাবে মানুষের তরে।
এমন নেতার তরে চেয়ে আছে চোখ,
আশায় আশায় তাই বেঁধে রাখি বুক।
দেশ-জাতি ভালোবেসে এসো জননেতা,
কর্ম ও মেধা দিয়ে হও দেশ-ত্রাতা।
আগামীর জনগণ ভালোবেসে তবে,
তোমার নান্দী পাঠ করে যাবে সবে।
বিপ্লব বিদ্রোহ কর্মেতে হয়,
সৎ পথে যারা থাকে, পায় নাকো ভয়।
মানুষের মঙ্গলে করে গেলে কাজ,
স্মরণে বরণ করে মানব সমাজ।


১৪/১২/২০২২
মিরপুর ঢাকা।