যার যত ভাষা বেশি, সে ততো নীরব রয়;
কবিতার প্রেমিকেরা মনে মনে কথা কয়।
আকাশের ভাষা বেশি; তাই, তার কথা নাই;
পলকে পলকে তার বদলায় রোশনাই।
প্রকৃতির কথা কম চুপচাপ সুনসান,
মানুষও প্রকৃতির চলন্ত সন্তান।
যে মানুষ কম কথা কম জোরে বলে যায়,
সে মানুষ জ্যোতি নিয়ে বেঁচে থাকে কবিতায়।


ভাষার সাগরে ভাসে যে সকল কবিগণ,
রূপের ধারায় হাসে কবিতায় সারাক্ষণ।
কবিদের ভাষা আছে, মনে মনে উছলায়;
ফল্গুর স্রোতে যেন নদীজল ছুটে যায়।
বেশি কথা বেশি বলা কবিদের কাজ নয়,
কথার শিকলে বাঁধে কবিতার অয়োময়।


২০/০৫/২০২২
মিরপুর, ঢাকা।