অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩, সোমবার, সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবন, ১, ই/১, মাজার গলি, পরিবাগ, শাহবাগ, ঢাকা (হোটেল ইন্টার কণ্টিনেণ্টাল-এর বিপরীত দিকে) বাংলা কবিতা ডটকম-এর কবিদের ''বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৩'' অনুষ্ঠিত হবে। সারাদিন ব্যাপি এ কাব্যিক অনুষ্ঠান সকাল ১০-০০ ঘটিকায় শুরু হবে। আয়োজক কমিটি দুপুরের খাবার এবং বৈকালিক চা-নাস্তার ব্যবস্থা করবে।


১। আগামী ১০/০২/২০২৩ তারিখের পূর্বে আগ্রহী কবিগণ (বন্ধু এবং পরিবারের সদস্য আনতে পারবেন) জনপ্রতি টাকা- ১,০০০/- (এক হাজার) নগদ/বিকাশ/ব্যাংকের মাধ্যমে জমা করে নিবন্ধন করতে হবে। যারা বিকাশে টাকা পাঠাবেন উত্তোলনের খরচসহ ১০২০/- পাঠানোর অনুরোধ করছি।


রেজিস্ট্রেশন/নিবন্ধন ফি পাঠানোর জন্য-
বিকাশ নম্বর-  +8801733990965 (Personal)
ব্যাংক হিসাব নম্বর- MD. HUMAYUN KABIR;
Account No. 1630301017941 (Routing No. 200263100)
SONALI BANK LIMITED, MIRPUR SECTION-1 BRANCH, DHAKA.


২। নিবন্ধনকৃত প্রত্যেক কবির নামাঙ্কিত স্মারক উপহার প্রদান করা হবে।


৩। বাংলা কবিতা ডটকম-এর সদস্য কবিদের প্রকাশিত বইয়ের (কাব্য/উপন্যাস/গল্প) মোড়ক উন্মোচনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে পূর্বেই আয়োজক কমিটিকে অবহিত করতে হবে।


৪। (যোগাযোগের প্রয়োজনে) অনুষ্ঠানে উপস্থিত/নিবন্ধন করতে আগ্রহী কবিকে মোবাইল নম্বরসহ যথাযথ সঠিক তথ্যাবলী দিয়ে নিজের প্রোফাইল আপডেট করার জন্য অনুরোধ করা হলো ।


৫। যেহেতু, এ কাব্যিক অনুষ্ঠানের কোন আর্থিক পৃষ্ঠপোষক (sponsor) নেই; তাই অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য ধার্যকৃত ফি ছাড়াও সামর্থবান কবিবন্ধুগণ স্বপ্রণোদিত হয়ে আর্থিক অনুদান প্রদান করার জন্য অনুরোধ করা হলো।


৬। নিবন্ধন/অনুদানের টাকা পাঠানোর পর অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো। বিকাশে টাকা পাঠালে Transaction ID উল্লেখ করবেন।


৭। বাংলাদেশ ব্যতিত অন্যদেশের কবিগণের (বিশেষ করে ভারতীয় কবি বন্ধুদের) নিবন্ধন ফি লাগবে না। তবে, নিশ্চিত উপস্থিত থাকবেন, আয়োজক কমিটিকে মন্তব্যের মাধ্যমে আগেই জানাতে হবে।
ধন্যবাদ। সকলের প্রতি শুভ কামনান্তে-


- কবীর হুমায়ূন
যে কোনো তথ্য জানতে এবং পরামর্শ জানাতে যোগাযোগ করতে পারেন- +8801733 990965 (whatsapp & viber)।


যে সকল কবি নিবন্ধন করেছেন-
০১। কবি মোহাম্মদ খায়রুল কাদির
০২। কবি ত্রিদীপা ঘোষ (অভিশপ্ত কবি)
০৩। কবি মনিরুজ্জামান প্রমউখ
০৪। কবি রুবু মুন্নাফ
০৫। কবি আলম সরওয়ার
০৬। কবি আলহাজ্ব মোঃ তাহির আলী
০৭। কবি মাহমুদ রেজা
০৮। কবি মুহাম্মদ আবু ইউসুফ সাগর
০৯। কবি সরদার আরিফ উদ্দিন
১০। কবি জাকির হোসেন বিপ্লব
১১। কবি রেজাউল করিম সোহাগ
১২। কবি সিবগাতুর রহমান
১৩। কবি পলাশ দেব নাথ
১৪। কবি আলমগীর সরকার লিটন
১৫। কবি খায়রুল আহসান
১৬। কবি মোহাম্মদ হানিফ
১৭। কবি অধম নূর ইসলাম
১৮। কবি মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
১৯। কবি মোঃ জা‌নে আলম (বিদ্যুৎ)
২০। কবি মোঃ সিরাজুল হক ভূঞা
২১। কবি মোঃ বুলবুল হোসেন
২২। কবি অবিরুদ্ধ মাহমুদ
২৩। কবি এম.ডি.জারজিজ হাসান (রাজ)
২৪। কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
২৫। কবি শেখ মোহাম্মদ ফারুক
২৬। কবি মীর মুরশিদ জাহাঙ্গীর
২৭। কবি সালমান পারভেজ সবুজ
২৮। কবি মুহাম্মদ মোজাম্মেল হোসেন
২৯। কবি মোহাম্মদ আজিজুল হক রাসেল
৩০। কবি শাহারুখ আহমেদ শান্ত
৩১। কবি কে এম এইচ শাহরিয়ার
৩২। কবি রুনা লায়লা
৩৩। কবি মোঃ তাসিন ইসলাম রুহান
৩৪। কবি বেগম সেলিনা খাতুন
৩৫। কবি মুহাম্মদ মনিরুজ্জামান
৩৬। কবি শরীফ এমদাদ হোসেন
৩৭। কবি মুহাম্মদ রুহুল আমীন
৩৮। কবি মোঃ খবির উদ্দিন
৩৯। কবি মোঃ তবিবুর রহমান হৃদয়
৪০। কবি শওকত সর্দার
৪১। কবি শফিকুল ইসলাম বাদল
৪২। কবি সুদীপ্তা চৌধুরী
৪৩। কবি কাজী আনিসুল হক
৪৪। কবি এম নাজমুল হাসান
৪৫। কবি মোঃ আসিফ ইকবাল
৪৬। কবি ফাতেমা-তুজ-জহুরা
৪৭। কবি মোঃ ইবরাহীম খোকন
৪৮। কবি শামীম উল্লাহ
৪৯। কবি খন্দকার সিরাজুল হক
৫০। কবি পার্থ প্রতিম দে
৫১। কবি মুহাম্মদ মনিরুল হক
৫২। কবি সফুরউদ্দিন প্রভাত
৫৩। কবি এম. মাহবুব মুকুল
৫৪। কবি সৈয়দ নিলয়
৫৫। কবি শহীদ উদ্দীন আহমেদ
৫৬। কবি মোঃ সাহানুর রহমান শাওন
৫৭। কবি মোঃ মিজানুর রহমান (সোহাগ)
৫৮। কবি সাইফ উদ্দিন সায়েম
৫৯। কবি মুহাঃ লোকমান হোসেন
৬০। কবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)
৬১। কবি ফরিদ হাসান
৬২। কবি মোঃ আব্দুল লতিফ রিপন
৬৩। কবি এম.এইচ.শ্রাবন
৬৪। কবি হুমায়ূন কবির
৬৫। কবি লতিফুর রহমান প্রামাণিক
৬৬। কবি সৌমিত্র দে
৬৭। কবি মামুনুর রশীদ রাজ
৬৮। কবি এইচ আই হামজা
৬৯। কবি রূপক কুমার রক্ষিত
৭০। কবি মনজু খন্দকার
৭১। কবি নন্দিনী লুইজা
৭২। কবি পরিতোষ ভৌমিক (অমায়িক কবি)
৭৩। কবি মুকুল সরকার (নির্মলেন্দু কবি)
৭৪। কবি আফরিনা নাজনীন মিলি


বিঃদ্রঃ রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হলো।


উপরের তালিকার কবিদের ছাড়া অন্য কেউ নিবন্ধনের টাকা পাঠিয়ে থাকলে, তা ১১/০২/২০২৩ তারিখের মধ্যে মন্তব্যের ঘরে বলুন। পরে কোন আপত্তি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ধন্যবাদ।