ওরে কবি শুদ্ধচারী! আয়,
লাভালাভের মোহ ছেড়ে
কাব্য-প্রেমের গভীর মমতায়।
মনের কালি উড়িয়ে দিয়ে দূরে,
আলোর পাখার গানের সুরে সুরে,
বাজিয়ে তোর বাঁশিখানি, ওরে,
তোল্ মাতিয়ে কাব্য-জলসায়;
ওরে প্রেমিক! আয়রে ছুটে আয়।


তোর কলমে আসুক রক্ত-লেখা,
শোষক মনে ভয় ধরানো
অন্ধকারে অরুণ আলোর রেখা।
জোয়ার জলের তীব্র বেগের ধারা
ছুটে এসে ভাঙরে অন্ধ-কারা,
জগত জুড়ে পড়বে তুমুল সাড়া,
রইছে সবাই তোরই কামনায়;
আয় অশান্ত! শুদ্ধ চেতনায়।


২৪/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।