কবি সব বুনে যায় মরু বুকে ফুল,
বন, নদী, সুবিশাল সাগর অতুল।
সুরভীত মন তাঁর, বিলোলিত প্রেম,
জননীর দরদের এই জানিলেম।
অর্থের মোহকে সে ভাবে শুধু ছাই,
কবিতার প্রেমে মজে খুঁজে সুখটাই।
রবি বাবু, নজরুল, কবি যতো আরো,
পড়ে নিও ভালোবেসে যতোটুকু পারো।


বিখ্যাত কবি যতো- কবিতার মাতা,
কবিদের মস্তকে তুলে ধরে ছাতা।
মানুষের ভালোবাসা রেখে অন্তরে,
শব্দের জলাশয়ে যা' রে সন্তরে।
ছন্দের দোলনায় দুলে সারাক্ষণ,
দুলিয়ে যে দিয়ে যাবি পাঠকের মন।


২৫/০২/২০১৯
মিরপুর, ঢাকা।