কবির স্বরূপ (সনেট)
--------------------
আমি কোন কবি নই; কবিদের সাথে
উড়ার প্রত্যাশা নিয়ে ডানা মেলে যাই
অসীম আকাশে শুধু; জেগে রই রাতে
অনন্ত উচ্চাকাঙ্ক্ষায়; যদি কিছু পাই।
শব্দের পরে সাজাই শব্দের মালিকা
অনন্তকালের পথে; অশান্ত সাগরে
ভাসাই তরণীখানি; ঘোর অহমিকা
প্রগাঢ় ঝংকারে বাজে নিয়ত অন্তরে।


কবি হলো সাধুজন, প্রদীপ্ত শিখরে
আরোহণের ইচ্ছায় মোহ, ক্রোধ, রতি
পরিহার করে তাঁরা, মনঃসরবরে
ডুব দিয়ে রচে অনিন্দ্য অমরাবতী।
সৌন্দর্য পিপাসু কবি বৈকুণ্ঠ নগরে
সৃষ্টি করে বিভাময় লক্ষ অরুন্ধতী।


২৭/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


=============================


কবির স্বরূপ (মহা-পয়ার ছন্দে)
----------------------------
আমি কোন কবি নই; শুধুমাত্র কবিদের সাথে
উড়ার প্রত্যাশা নিয়ে নিরন্তর ডানা মেলে যাই
অসীম আকাশ তলে; ক্লান্তদেহে জেগে রই রাতে
অনন্ত উচ্চাকাঙ্ক্ষায়; অতঃপর, যদি কিছু পাই।
শব্দের পরে সাজাই কতোশত শব্দের মালিকা
অনন্তকালের পথে; ঝড়াক্রান্ত অশান্ত সাগরে
ভাসাই তরণীখানি; মনে হয, ঘোর অহমিকা
প্রগাঢ় ঝংকারে বাজে শতরূপে নিয়ত অন্তরে।


কবি যারা, সাধুজন; জ্ঞানময় প্রদীপ্ত শিখরে
আরোহণের ইচ্ছায় কাম, ক্রোধ, মোহ, মদ, রতি
পরিহার করে তাঁরা তপঃবলে, মনঃসরোবরে
ডুব দিয়ে রচে অবিরল অনিন্দ্য অমরাবতী।
সৌন্দর্য পিপাসু কবি সুখময় বৈকুণ্ঠ নগরে
সৃষ্টি করে অনায়াসে বিভাময় লক্ষ অরুন্ধতী।


২৭/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।