বাংলা কবিতা ডটকম ওয়েবসাইটের সদস্যগণ অনেক দিন ধরেই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে নানাভাবে বাস্তব জগতেও একত্রিত হয়ে আড্ডা, সভা ও সম্মেলন করছেন। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সদস্যদের এরকম সব কর্মকাণ্ড স্থগিত। তবে, ঘরে বসেই অনলাইনেও এই ধারা বজায় রাখা যায় কিনা, তা নিয়ে অনেক সদস্যই চিন্তাভাবনা করছেন এবং অনেকেই বিকল্প মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নিয়েছেন। তাই বাংলা কবিতার নিজস্ব উদ্যোগে পরিচালনার লক্ষ্যে ''বাংলা কবিতা- বাংলাদেশ'' নামে একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ চালু করা হয়েছে। এখানে শুধুমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত সদস্যরাই যোগদান করতে পারবেন।


এ গ্রুপের রুমের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭-৩০ মিনিটে ''কবির কণ্ঠস্বর'' নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে। বাংলাদেশের কবিদেরকে উক্ত অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।


বাংলাদেশ বংশদ্ভুত যারা এখনো 'বাংলা কবিতা-বাংলাদেশ'' প্রাইভেট গ্রুপের সদস্যপদ গ্রহণ করেননি; তারা, দয়া করে, ''বাংলা কবিতা- বাংলাদেশ'' প্রাইভেট গ্রুপে সদস্যপদে যোগদান করুন। লিঙ্ক- https://www.facebook.com/groups/banglakobitabangladesh/


বিঃদ্রঃ- কপি-পেস্টের সুবিধার জন্য প্রথম মন্তব্যের ঘরে ''বাংলা কবিতা- বাংলাদেশ'' প্রাইভেট গ্রুপের লিঙ্কটি দেয়া হলো।