যখন কবিতা লিখি একান্ত গোপনে;
মাটির পৃথিবী থেকে আরেক জগতে
হারিয়ে যাই; যেথায় কোলাহল নাই,
দুঃখের, ধ্বংসের নামে নেই কোন ভয়।
রিরংসাহীন সে দেশে যাতনাবিহীন
ইচ্ছে মতো স্বপ্ন গড়ি, অনন্য জগতে।
ইচ্ছে মতো উড়ে যাই, আকাশ বানাই;
ইচ্ছে মতো স্রোতস্বিনী জলবতী হই;
ইচ্ছের পাহাড় গড়ি শিল্পীত দ্রুপদী,
ইচ্ছে মতো সেঁচে আনি সাগর কনক।
সে দেশে সংসার তুচ্ছ, অজস্র বিদ্রোহ,
রাতুল প্রেমের কণা, আশীবিষ ফণা,
একাকার হয়ে যায় কবিতার প্রেমে।
কবি! চলে এসো, সেই কবিতার দেশে।


১১/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।