কবিরা কবিতা বাতাসে লিখেন, খাতায় কখনো নয়;
খাতার কবিতা চল-চাতুরীর, জাগায় না বিস্ময়!
দরকার নেই খাতা-পত্রের, কবির হৃদয়ে লেখো,
হোমার লিখেনি খাতায় কখনো, তবুও সে বিখ্যাত।
অন্ধ কবির লেখনী ছিলো না, কাব্যেতে দিবানিশি,
তার হাত ধরে ভূধরে এসেছে ইলিয়াড ও অডিসি।  
লালনও লিখেনি খাতায় কবিতা, কালামের কোনো গান,
আজও যে লালন হচ্ছে পালন শ্রদ্ধায় অফুরান।    

তাই, ছুঁড়ে দিয়ে খাতা ও কলম আকাশে বাতাসে লিখি,
প্রকৃতির কাছে কবিতা লেখার নিয়ম-কানুন শিখি।
কবিতা এখন নট-নটিদের বিলাসবহুল ধারা,
রঙ করা চুলে কাগজের ফুলে সেজে সে আত্মহারা।
অনন্য প্রেম বিলানোর সুর মননে হয়েছে জমা,
কবিতার সাথে সঙ্গমে যাবো, সে আমার প্রিয়তমা।    


২০/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।