কবিতারা ফিরে আসে বারবার নতুন মিছিলে
গণতন্ত্রের প্রত্যয়ে মুক্তির উৎসবে
জঙ্গীবাদের বিরুদ্ধে শান্তির সংগ্রামে
সম্ভাবনার আলোর তিমির বিনাশী গানে।
কবিতারা ফিরে আসে সত্য-সুন্দরের মন্ত্রে
প্রতিরোধ-হাতিয়ার হয়ে
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মৈত্রীর বারতা নিয়ে
মৌলবাদ রুখে দিতে
কবিতারা ফিরে আসে বারবার
সম্প্রীতির শান্তির মুক্তির বলিষ্ঠ প্রত্যয় নিয়ে।


কবিতা মানে না অত্যাচারী শাসকের বর্বরতা
কবিতা মানে না দানব-যন্ত্রণা  
কবিতা মানে না স্বৈরাচার, অবৈধ হুঙ্কার
কবিতার মানে না দাসত্বের বন্ধন-শৃঙ্খল।
শৃঙ্খল ভাঙ্গার সুরে কবিতার জন্ম হোক
দানব-যন্ত্রণা রুখতে কবিতার জন্ম হোক
বর্বরের সিংহাসন ভেঙ্গে দিতে কবিতার জন্ম হোক
শাশ্বত মুক্তির শক্তি নিয়ে কবিতার জন্ম হোক।
কবিতা হোক জনতার সংগ্রামের ভাষা
কবিতা হোক অধিকার আদায়ের মানবিক ভালোবাসা।


০৯/০২/২০২০
মিরপুর, ঢাকা।