মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা। বাংলা সাহিত্যের ব্যক্তিত্বসম্পন্ন ও নব জাগরণের কবি হিসেবে গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
===============================


কপোতাক্ষের সন্তান, দত্তকুলোদ্ভব;
কুল-বিদ্রোহী; সাগরদাঁড়িতে এলেন
সরস্বতী কৃপায়; বাঙালির গৌরব।
সারা জাহান মোহিত; বিস্ময়ে দেখেন
আলো ঝলোমল জ্যোতি এ সাহিত্যাঙ্গনে,
জ্বলে উঠে বিশ্বময়; স্বকীয় প্রভায়।
মাতৃভাষার ঐশ্বর্যে, প্রচণ্ড প্লাবনে
তুলে আনে শব্দ-ছন্দ বাংলা কবিতায়।


পিতা রাজনারায়ণ, জননী জাহ্নবী;
পৃথিবীতে ধন্য তাঁরা জন্ম দিয়ে। আজো
বাংলা সাহিত্য-অঙ্গনে আধুনিক কবি;
জ্যোতির্ময় প্রভা নিয়ে এখনো বিরাজ।
স্মৃতির অঙ্গনে আছো শ্রীমধুসূদন,
শ্রদ্ধায়, ভালোবাসায়; ভুলে আকিঞ্চন।


২৫/০১/২০২১
মিরপুর, ঢাকা।