তুমি যদিবা কোরান পড়ো নয়নপাতা খুলে,
দেখতে পাবে শব্দগুলো হাসছে দুলে দুলে।
আর যদিবা পাঠ করো তা মস্তিষ্ক দিয়ে,
জ্ঞানের কথা পড়বে ধরা চিন্তিত হৃদয়ে।
যখন তুমি হৃদয় দিয়ে পড়ো কোরানখানি,
ভালোবাসায় পাবে সেদিন কাউসারের পানি।
অনুভবের আত্মা দিয়ে পড়িলে কোরআন,
দেখতে পাবে এ দুনিয়ায় মাওলার রওশান।


কোরান পড়ো, হে ভোলা মন! ভক্তিরসে মেখে,
রোজ হাশরে আরশছায়া রবে তোমায় ঢেকে।
হৃদয় দিয়ে, আত্মা দিয়ে পড়ো সকাল-সাঁঝে,
মহাপ্রভুর রহমতের সঠিক কারুকাজে।
কোরান হলো জীবন-বিধান খোদার ফরমান,
যেজন চলে কোরান মেনে হয় না পেরেশান।


১৭/০৫/২০২২
মিরপুর ঢাকা।