দূরদেশ চীন, 'করোনা জ্বর',
আশঙ্কারই আরেক নাম!
ছড়িয়েছে দেশ-বিদেশে,
কাটছে সময় আতঙ্কেতে।
সেই ভাইরাস কখন এসে
দেহের মাঝে আবাস গড়ে,
টান দেয় সে প্রাণটা ধরে।
ভয়ে আছে ভীষণভাবে,
কখন আসে বাংলাদেশে?
মৃত্যু ঝুকির ঘণ্টা বাজায়
'করোনা' এমন ভাইরাস!
বাঙালিদের দেহে কিন্ত
আসবে না তা, দেই আশ্বাস!


এই আমাদের চিন্তা-কথায়,
মনে-প্রাণে, স্নেহ-দয়ায়,
আদেশ-নিষেধ, ভালোবাসায়,
'এই করো না', 'ওই করো না',
নাচানাচি, মারামারি,
ঝগড়াফ‌্যাসাদ, দুষ্টুমী আর
প্রেম-ট্রেম বা পরকীয়া,
কোন কিছু কেউ 'করো না'।
এত্তোকিছু 'করো না'-রই
ভীড়ের মাঝে কখনো কি
আসতে পারে 'জ্বর করোনা'?
তাইতো, ছড়ায় যাচ্ছি বলে
রাঙ্গা ঠোঁটে চুঙ্গা ফেলে,
বাংলাদেশের বাঙালিরা
ফুর্তি করো, মজা করো,
প্রকাশ্যে বা সব লুকিয়ে।
'রোগ করোনা' আসবে না যে,
সুদূর চীনের পাট চুকিয়ে।


০৪/০২/২০২০
মিরপুর, ঢাকা