ফাগুন-আগুন দিনে হৃদয় পোড়ায়
বিরহের তাপে। কৃষ্ণচূড়া, পলাশের
অঙ্গ জুড়ে লালিমার চমৎকার রূপ।
প্রাণের উচ্ছ্বাসে নেচে উঠে বসন্তের
গন্ধ-ছড়ানো বাতাসে পাখিদের দল।
প্রিয়তিরা সেজেছো কি বসন্ত ছোঁয়ায়?
ফুলের সম্ভার কৃষকের মাঠে গ্রামে
শহরের অলিগলি দোকানে দোকানে।


ফুল কিনে অপেক্ষায় বসে আছে কেউ
রমনার বটমূলে আশা নিয়ে মনে;
উড়িয়ে বাসন্তী শাড়ি, টোলপড়া গালে
অনাবিল হাসি মেখে আসিবে প্রিয়তি।
হায়! মোবাইলে আচানক শব্দে বলে-
করোনাকালে যাবো না ঘরের বাহিরে।


১৫/০২/২০২১
মিরপুর, ঢাকা।