কথার ভেতর দিয়ে যখন
      দেখি তোমার বদনখানি,
তখন আলোর নাচন জাগে,
      ভরে ওঠে আকাশখানি।
ফুলে-ফলে বৃক্ষলতা
বলে, হাজার মধুর  কথা;
সরব হয়ে নিরবতা,
      বহে মরানদীর পানি।
দুঃখ তখন মুখ লুকায় যে
      আনন্দতার হাসির ভিড়ে,
মরুর হাওয়া শীতল হয়ে
      বয় যে তখন ধীরে ধীরে।
তখন তুমি অপরূপে!
রও যে বসে গহীন চুপে;
যেন গন্ধবিধুর ধূপে
      ভরাও আমার হৃদয়খানি।


২২/০৫/২০২২
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)