উদরে ক্ষুধার ছুঁচো লাফালাফি করে;
ঘরে নেই চাল-ডাল, তরিতরকারী।
শুয়ে আছি বিছানায় স্মার্টফোন ধরে;
ক্ষুধায় কাতর শিশু করে আহাজারি!
ক্ষমতার মোহে আজ চলে বাড়াবাড়ি;
ভালোবাসা-মায়া নেই তাদের অন্তরে,
করে যারা রাজনীতি। তারা কাড়াকাড়ি
করে; নিঃসহায় যতো খাদ্যবিনে মরে।


চারিদিকে হাহাকার! জ্বলন্ত আগুনে
পুড়ে যায় জনগণ; ক্রমে হচ্ছে গ্রিল!
আগুন লেগেছে তেলে, গোস্তে ও বেগুণে;
মৃত্তিকায় নেমে আসে ক্ষুধাতুর চিল।
তখনও যে শুয়ে বসে মোবাইল চালাই,
জীবনে এসেছে এক কঠিন বালাই!


১৩/০৪/২০২২
মিরপুর, ঢাকা।