কৃষ্ণ যদি বলে, আর সে বাজাবে না বাঁশি,
এমন কথায় পেঁচার মুখে দেখবে তুমুল হাসি।
বললে বিড়াল, মাছ খাবে না, সত্য যেমন হয়!
চির প্রেমিক কৃষ্ণ-কথা তেমনই নিশ্চয়।
বিশ্বস্রষ্টা সৃষ্টি করেন মানুষ প্রেমের ধারা,
সেই ধারাতেই আমরা যে হই তুমুল আত্মহারা।
আয় প্রিয়তি! ভিজবো আজি শ্রাবণ জলের ধারায়,
নাচবো দু'জন তমাল তলে সুরের মুর্চ্ছনায়।
কল্পলোকের গল্পকথার অলকপাড়ের প্রিয়ে।
হস্ত দিয়ে ছুঁই না তোমায়, ছুঁই যে হৃদয় দিয়ে।


২৮/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।