মাঝেমধ্যে নিজকে নিজে বড্ড ভালোবাসি,
আবার নিজে নিজকে করি তীব্র অবহেলা।
নিজের সাথে গল্প করি এবং হাসাহাসি;
সুযোগ পেলে করি তখন ভাঙ্গাচুরা খেলা।
মাঝেমধ্যে নিজের থেকে নিজেই থাকি দূরে,
যত্নে-স্নেহে, সোহাগ-প্রেমে নিজে ভীষণ সাজি,  
খেয়াল হলে হঠাৎ করে নিজকে ফেলি ছুঁড়ে,
তিক্ত রসে সিক্ত হয়ে ধরি জীবন বাজি।
মাঝেমধ্যে নিজের থেকে নিজেকে দেই ছুটি,
ভাল্লাগে না; তবু, চাই না নিজের কোন সাথী;
চলতি পথে করি তখন ভীষণ লুটোপুটি,
অবহেলার খেলায় মাতি সারা দিবস-রাতি।
মাঝেমধ্যে এমন কেনো হয় জীবনে বলো?
অন্ধকারে করে না ক্যান সূর্য ঝলোমলো?


২৪/১২/২০২২
মিরপুর ঢাকা