কারোর মান ভাঙানোর চেষ্টা কইরো না,
মান ভাঙাতে গিয়ে তুমি কোপে পইড়ো না।


বিশাল ভুবন জগত মাঝে
ব্যস্ত সবাই হাজার কাজে
বৃষ্টিজলে ভিজলে সাঁঝে
        কারোর মাথায় ছাতা ধইরো না।


শুদ্ধচেতন নিয়ে যখন যাবে কারোর কাছে,
ভাববে তখন স্বার্থ লাভের অভিসন্ধি আছে!


কচু পাতার জল- অভিমান
এক টোকাতে হয় খানখান!
মিথ্যেই তুমি হও পেরেশান।
        উল্টোস্রোতে বৈঠা বাইও না।


০২/০৯/২০২২
মিরপুর, ঢাকা।