মানীরা মানের ভয় করে বেশি; তাই,
একা একা রয় জঞ্জাল থেকে দূরে;
অসুরের তেজ বাড়াবাড়ি হয় ভাই,
আবাস তাদের নোংরা আস্তাকুড়ে।


চিৎকার করে বলে যদি কেহ, 'শুনো,
আমি উত্তম, আর সকলেই মন্দ';
কোন মানি লোক আসবে না তেড়ে জেনো,
রবে তারা ঘরে দু'কপাট করে বন্ধ।


ক্ষমতার জোর থাকে নাকো চিরদিন,
ক্ষয় হয়ে যায় সময়ের যাঁতাকলে;
অসুর চেতনা একদিন হবে লীন,  
জ্ঞানীজন সবে সযতনে যায় বলে।


আপনার ঢোল আপনি বাজালে জোরে,
ভেঙে যাবেই তা' সময়ের দোলাচলে;
দম্ভ থাকে না চিরদিন ভব 'পরে,
সুধী জ্ঞানীজন এই কথা যায় বলে।


১৩/০২/২০২০
মিরপুর, ঢাকা।