জন্মিলে মরিতে হয় চিরসত্য কথা।
মরণের কথা ভেবে পাও কেনো ব্যথা?
পরিবার পরিজন- পুত্র-কন্যা-জায়া,
ধরণীর মাঝে তারা বড়ো মোহ-মায়া।
সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে,
ঘর-বাড়ি, অর্থকড়ি; যা করেছো ভবে।
কোন কিছু দেবে নাতো সঙ্গেতে তোমার,
চোখ বুঁজে নিরিবিলি ভাবো একবার।
যা করেছো জমা তুমি দুর্নীতি-অন্যায়ে,
সব ছেড়ে যেতে হবে, হয়ে নিরুপায়ে।


আত্মীয়-স্বজন যারা রবে চারিপাশে,
ক'বে তারা- 'তাড়াতাড়ি চলো গোর-দেশে।
বিলম্ব হলে রে ভাই, দুর্গন্ধ ছড়াবে,
লাশের সঙ্গেতে কেউ তখন না-যাবে'।
আদরের দেহখানি হয়ে যাবে 'লাশ'!
তাড়াতাড়ি দূর করো, এ কী পরিহাস!
ছিলো যারা দুনিয়াতে পরম আপন,
শোকে হবে মুহ্যমান, করিবে ক্রন্দন।
অতঃপর, স্বাভাবিক হয়ে যাবে তারা,
বিশেষ মর্যাদা দিতো দুনিয়াতে যারা।


মৃত্তিকার দেহখানি মিশে মৃত্তিকায়,
পচে-গলে শেষ হবে, ভাবো তুমি, হায়!
কেনো করো বাহাদুরি, হিংসা-দ্বেষ-রিয়া?
চলে যেতে হবে ওরে, সকল ফেলিয়া।
ভালো কাজ করো যদি মানুষের ভবে,
স্মরণে রাখিবে তোমা' জেনে রেখো সবে।
মন্দ কাজ করো যদি মন্দ ক'বে ওরে,
ভালো কাজ করে যাও মানুষ-সংসারে।
দশজনে যদি ভালো বলে রে তোমায়,
খুশি হবে মাবুদাল্লা- জেনে রাখো ভাই।
মানুষের প্রতি ভালোবাসা রাখো তুমি,
মরণের পরে পাবে স্বর্গ-সুখভূমি।
নহিলে নরকে জ্বলে হবে যে অঙ্গার,
ধর্মবাণী সত্যকথা এই হলো সার।


স্বার্থ-মোহ ত্যাগ করে, মানুষের প্রতি,
সাবলীল দয়া-মায়া করে যাও অতি।
আকাশে-পাতালে নেই ঈশ্বর সুজন,
মানুষের মাঝে তিনি রয় সর্বক্ষণ।
'মানুষেরে সেবা করে পাবে রে ঈশ্বর'-
যুগে যুগে মহাজ্ঞানী দিয়েছে খবর।
চঞ্চল কবীরে কয়- 'শোন, কানে কানে,
পরম পিতা রহেন মানষেরই মনে।
মানুষ ব্যতিত নাই ঈশ্বর ধারণা,
পাবে তাঁকে করো যদি মানুষ-সাধনা।
লভিলে পরমেশ্বর কোন চিন্তা নাই,
দোজাহানে সুখে রবে জেনে রেখো ভাই।


১৬/১০/২০২২
মিরপুর, ঢাকা।