ভালোবেসে মানুষেরা কবিতাকে পড়ে না জীবনে,
যতটুকু পড়ে স্বর্গ নরকের ধর্ম চাতুর্যের
রসাত্মক উপাখ্যান। রাজনৈতিক উত্তাল স্রোতের
টানে শহরে বন্দরে সময় কাটায় অকারণে।
নির্জন রৌদ্রের দিনে নীলিমায় যে অদ্ভুত আলো
পৃথিবীতে ফিরে আসে, প্রভাতের রক্তিম সবিতা
আলোকিত করে কৃষ্ণ ধরণীরে, সেই তো কবিতা;
যে কবিতা শান্তনায় ঢেকে দেয় জীবনের কালো।


রমনীরা হাসে যদি তার কালো অক্ষির ভেতরে
শিরায় উপশিরায় রক্তধারা ঢেউ খেলে যায়;
ও রকম ভাবনার অনুভূতি দোলে কবিতায়,
কল্পনার দিব্য চোখে ভেসে উঠে কবির অন্তরে।
জীবনের অভিজ্ঞতা কল্পনার রসে সিক্ত করে
যে সকল শব্দাবলী, তা' কবিতা বিশ্ব চরাচরে।    


১৮/১১/২০১৮
মিরপুর, ঢাকা।