স্বপ্ন, আশা, বাসনা ও জীবনের সাধ
সমুদ্রের ফেনায়িত তরঙ্গের মতো
হৃদয়ের স্তরে স্তরে অনুভূতি আনে;
ভ্রমর গুঞ্জনে করে নিত্য মুখরিত।
স্বপ্নরাজ্যে জেগে উঠে অনিন্দ্য কবিতা,
পাখির কলকাকলি, জীবন-স্পন্দনে
সৃষ্টি হয় অপরূপ নেশা; আবেগের ছন্দে
কম্পমান ওষ্ঠ কাঁদে প্রেমের বন্ধনে।


পার্থিব জীবনে স্বপ্ন, কণ্টক বিছানো
গভীর বনানী; কালো মেঘে ছেয়ে যাওয়া
প্রণয় দুপুর, ঘূর্ণিঝড়ের প্রাবল্যে
ছিটকে পড়া আবেগের সুধার পেয়ালা।
বাস্তবের করতলে মানুষ জীবন
মরুর নির্মম মরিচিকার মতোন।


২৯/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।