বিশ্বাসের রজত আভায়
সিক্ত হোক আজ মর্ত্যলোক;
নইলে কালো মেঘের থাবায়
চিরতরে ঢেকে যাবে স্বপ্নগুলো
নিকষ কালো অন্ধকারে।
ভুবন জুড়ে নাচবে তখন
অমারাতের কেউটে ফণা!
জল্লাদের খড়্গখানা।


বিশ্বাস এবং রক্ত ছাড়া
কোনকিছুই হয় না কেনা-
মায়ের ভাষা, স্বাধীনতা।
মুক্তিপথের সোপান পেতে
রক্ত লাগে,
জলের মতোন রক্তধারা ছড়াতে হয়।
রক্তবীজে সৃষ্টি হলো বাংলা ভাষা!
আমার মায়ের মুখের ভাষা,
মাতৃভাষা!


২০/০২/২০২২
মিরপুর, ঢাকা।