মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩)
ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার।
তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ।
------------------------------------------------------


হে জাগরণের কবি! জাগালে ভুবনে
নবধারায় বাংলাকে। সাহিত্য চাতালে
রোপণ করিলে যত্নে, সাহসিক মনে,
অনবদ্য চারুপাঠ। সনেটে মাতালে
সকল কবিকে তুমি। পয়ারের রাগে
যতো নিয়ম, তা ভেঙ্গে; নবরঙ্গ ছন্দে
ফোটালে কাব্যের জ্যোতি। নবতর ফাগে
জ্বলেছিলে কাব্যাকাশে, অনিন্দ্য আনন্দে।


নাটকীয় জীবনের বেদনা বহিত
কবি দত্তকুলোদ্ভব! নিঃশব্দে, অকালে
অমর্ত‌্যে চলে গেলে; না হতে প্রস্ফুটিত,
শেফালিকার মতোন শিশির সকালে।
ইন্দ্রজিৎ মেঘনাদে তোমার জীবনে
তুলেছিলো আলোড়ন; বুঝেছি মরণে।


২৯/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।


দত্তকুলদ্ভব