সাগরজলের ঢেউয়ের সাথে খেলবো আমি
        নাইবা তোমায় পেলাম;
তোমার সুখের পরশ নিয়ে থাকবো আমি
        নাইবা কাছে গেলাম।
কেউ চিরদিন ভালোবাসে না,
ফুল চিরকাল নিজে হাসে না;
সত্যিটাকে বুকে নিয়ে ভাববো আমি,
        তোমায় মিছে খুঁজলাম।
পূর্ণিমার গোল চাঁদখানি ঐ
        হাসে যখন দূর-আকাশে,
তখন তোমার গন্ধ ছড়ায়
        ফাগুনের মাতাল বাতাসে।
সুখের বাঁশি আর বাজে না,
নিদাঘ আকাশ আর সাজে না;
বেদন-পাহাড় চূড়ায় বসে ভাবছি আমি
        ধরায় কেনো এলাম?


২২/০৫/২০২২
মিরপুর, ঢাকা।