আজ সকালে মোবাইলে ফোন করেছে সে,
কাঁদছিলো আর বলতে ছিলো ফুঁপিয়ে ফুঁপিয়ে-
'সরি, আমায় মাফ করে দাও, করবো না আর রাগ,
ঝগড়াঝাটি করবো না আর শোন সোনার চাঁদ।
তোমার সকল কথাগুলো শুনবো এখন থেকে,
বাপের বাড়ি যাবো না আর একলা তোমায় রেখে।
তোমায় একা করতে গিয়ে আমি একা হই যে,
মাফ করে দাও লক্ষ্মীসোনা, হবো লক্ষ্মী বউ।


ফোনের কথা শুনে আমার লাগলো ভীষণ কষ্ট,
অজান্তেতেই চক্ষু দিয়ে জল গড়িয়ে পড়ে;
আহা, এমন মিষ্টি মেয়ে কষ্ট কেনো করে!
কার বউ সে? ভাবছি বসে বিষন্নতা নিয়ে।
ভোর বেলাতেই ছিলো একটি রং নম্বরের ফোন,
মিষ্টি বউয়ের কান্নাগুলো বাজছে ঝনন ঝন।


০৮/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।