মিথ্যেরা আজ রাজত্ব করে
শাসনে-ভাষণে, কাগজে-কলমে,
ধর্মের নামে, পোশাকে-আসাকে;
কোথাও কখনো
সত্যকে খুঁজে পাই নাতো আর।
সাধুর বাড়িতে, পুলিশ ফাঁড়িতে,
নারীর শাড়িতে, মাটির হাঁড়িতে,
ধনীর বাড়িতে, চাকচিক্যের
মাঝে; সত্যকে
খুঁজে যাই অবিরাম, অনিবার।


আঁধারের মাঝে খুঁজে ফিরি তারে,
আলোর মাঝেও পাই না আহারে!
হাটে ও বাজারে কোর্ট-কাচারিতে
মিথ্যেরা সব
সত্যের টুঁটি ধরে রাখে চেপে।
দোকানে-অফিসে, আঁচলে-পকেটে,
ব্যবসা-বাণিজ্যে পাই না সত্যকে;
শহরে ও গ্রামে লাভের আশায়
অসৎ বণিকে
মাল কম দেয় নিক্তিতে মেপে।


সত্যকে খুঁজি পথে প্রান্তরে,
এখানে সেখানে নদী ও সাগরে,
আকাশে বাতাসে গিরি-পর্বতে,
ওই মসজিদে,
মন্দিরে, গীর্জায়, প্যাগোডায়।
পাই না কোথাও মানুষের ভীড়ে,
সকালে কি সাঁঝে, চেতনে ও কাজে
দুর্বৃত্ত হয় হেসে বিকশিত;
সত্যের ছলে
আজ মিথ্যেরা শুধু গর্জায়।


৪/০৩/২০২১
মিরপুর, ঢাকা।


ছন্দ- মাত্রাবৃত্ত।