গর্তের শেয়ালগুলো সাঁঝের আঁধারে,
ধূসর চাঁদের পানে তাকিয়ে তাকিয়ে,
শোকের মূর্চ্ছণা তুলে;
গলা উচু করে সুর তুলে দল বেঁধে কাঁদে তারা।
চারিদিকে আলোছায়া, নীরব নিঃস্তব্ধ,
ঝিঁঝিঁদের একটানা ডাক,
কুয়াশার জল ঝরে অন্যরকম এক শব্দ করে,
সন্তুষ্টতর হৃদয়ে গভীর আবেগে।


ক্ষেতের ফসলগুলো সবুজ; ঘুমন্ত
রাজকন্যার মতো শান্ত, কুয়াশার কম্বলে আবৃত তারা।
রাত জাগা পাখি গাছের আড়াল থেকে
আপন স্বভাবে ডেকে উঠে আচানক স্বরে।
প্রতিদিন একই রকম চলে তাদের হাসি-কান্না,
মধ্যবিত্ত মানুষের জীবনের মতো
পরিবর্তনহীন একঘেয়েমীর অনন্ত ধূসরতা।


২১/১১/২০২০
মিরপুর, ঢাকা।