পূব থেকে পশ্চিমে
বিষাদী হৃদয় লয়ে
তরী বেয়ে যাও একা।
চেয়ে থাকি দূর পানে
নবীনের সুর গানে
পাই না তোমার দেখা।


দাও যদি হাতছানি
খুলে সব বন্ধনী
ছোঁবোই তোমার হাত।
ঘর ছেড়ে যাবো চলে
আশার কৌতূহলে
ডিঙিয়ে আঁধার রাত।


ভালোবাসা পাই যদি
পুষ্পকরথে চড়ি
দেবোই সুদূরে পাড়ি।
সুরভী মাখিয়ে দিয়ে
তোমারে বলবো প্রিয়ে
এসো গো আমার বাড়ি।


ওগো স্বপনচারিনী
রাখো হে দাসেরে তুমি
আনন্দনন্দিনী!
তোমারে রেখেছি মনে
গভীর সংগোপনে
প্রিয়তম বিনোদিনী।


জগতের সুখরাশি
যেখানে সেটুকু পাই
তোমার চরণে রাখি।
আনন্দ হিল্লোলে
জেগে ওঠো পলে পলে
মদিররমণী সাকি।


০৭/০১/২০২১
মিরপুর, ঢাকা।