শক্তিরূপেন সংস্থিতা, জ্যোতির্ময়ী জগন্মাতা,
আশ্বিনের এ তর্পণে আলোক-মঞ্জিরা জাগো।
মহামায়া চিন্ময়ী হে! মৃন্ময়ীরূপ ধারণে,
সঞ্জীবনী সুধাধারা মর্ত্যলোকে নিয়ে এসো।
প্রকৃতিতে জাগরিত রূপলোকের মাধুরী
রসলোকে আনো তব ছন্দ-সুরের লহরী।
স্নেহময় প্রেমময়ী! সৃষ্টি-রক্ষার পার্বতী
তুমি, কৃষ্ণ ত্রিনয়না শতভূজা মহাশক্তি।


সংকটে যখন সৃষ্টি, আদ্যশক্তি মহামায়া
মহামেধা রূপে এসে করো জগত আচ্ছন্ন।
আজ মন্দিরে মন্দিরে শঙ্খধ্বনি; চণ্ডিপাঠে
হচ্ছে দেবী-আবাহন, অসুরদলনি তুমি;
প্রভাতের মোহময় মহিষাসুর মর্দিনী!
অশুভশক্তি বিনাশে এসো, নিরুপম দেবী।
দেবতারা স্বর্গহারা, ধরণীতে কাঁদে সৃষ্টি,
মহাতেজের শঙ্করী, আনো হে শান্তির ধারা।


২৮/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।