মঞ্জুলা! অঞ্চল খুলে চলে এসো আজ,
পৃথিবীর বুকে তুমি সুখ-প্রেমদাত্রী;
সিঞ্চিত গৈরিক চূড়ে দেখি কারুকাজ,
চন্দনের শোভাময় অপরূপ পাত্রী।
বজ্রের বিদ্যুত-মালা হেসে উঠে রঙ্গে,
সিন্ধুজল বেজে ওঠে রুমুঝুমু শব্দে;
শেফালিকা, জুঁইফুল হেসে উঠে অঙ্গে,
দেখেছি তোমাকে আমি কোন এক অব্দে।
ধরণীর স্নেহধারা উতরোল সিন্ধু,
মনোহর, মায়াবতী চঞ্চলা সুন্দরী!
ঢেলে দাও পাষাণের বুকে জলবিন্দু,
তুমি সুর, তুমি সুধা, গোস্ত ও তন্দুরী।
স্বর্গসুধা-সুর লয়ে এসো তুমি মর্ত্যে,
পেতে চাই তনু-মন যে-ই কোন শর্তে।


০১/০৭/২০২২
মিরপুর, ঢাকা।