আমার  কবরের পাশে দাঁড়িও না তুমি,
         করিও না রোদন বিলাপের সুরে;
         কতো দিন হলো ঘুমাইনি আমি
         ঘুমাবো এখন কবরের ঘরে।


এখন  শুয়ে আছি এই বরফের দেশে,
        চূর্ণ হীরার জ্যোতি চারিদিকে
        উজ্জ্বল হয়ে জ্বলজ্বল জ্বলে;
        কেঁদো না প্রিয়তি! হয়ে যাবে ফিকে।


সফেন  উজ্জ্বল রাতে কান্নার স্বরে
         ভেঙে নীরবতা আনবে বেদন;
        পাখি উড়ে যাবে অন্য কোথাও
        বেসুরো সুরে করিও না রোদন।


২২/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।