বন্ধু, সকলে এবার চোখ খুলে দেখো
বিশাল বিস্তৃত ওই দিগন্তের পানে
শুধু এবার তাকাও মন দিয়ে তুমি
এ বিশ্বের প্রতিটি প্রাণীর দিকে;
দিনান্তে তাকিয়ে দেখো
আমাদের এ জীবন খুবই ছোট এবং নশ্বর।


আমরা হারিয়েছি বহু মূল্যবান বিষয়-আশয়-
অতীতের সুরভীত যৌবনের কাল
পূর্ববর্তী প্রিয়জন-
বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন
পিতা, পিতামহ, প্রপিতাসমূহ
রক্তের বন্ধনে যারা আমাদের সুজন ছিলেন।


আজ আমাদের মাঝে অন্ধকার
বন্ধুদের সাথে লড়াই চলছে আত্মমর্যাদার
ক্ষমতার, শক্তির, উপলব্ধির;
এ সকল কিছু নিছক বাগাড়ম্বরিতা।
বন্ধুর প্রতি সন্দেহ আর রাগ পুষে রাখা মানে
নিজে একা হয়ে যাওয়া।
তাই, আজ অন্ধকার চেতনার মাঝে বিকশিত হোক
উজ্জ্বল আলোর দীপ্র অগ্নিশিখা;
মুছে যাক জরাজীর্ণ জীবনের অন্ধকার।


২১/০২/২০২১
মিরপুর, ঢাকা।