জগত যখন নুয়ে পড়ে পাপের ভারে অন্ধকারে
তখন তুমি দীপ্র-প্রদীপ জ্বালিয়ে এলে,
দলা দলা সব অন্ধকার দুহাতে সরালে করে চুরমার
বিশ্বে তুমি জ্যোতিষ্কালোক ছড়িয়ে দিলে।


অরূপবাণীর অতুল সৌন্দর্য, তুলে আনে মননে হর্ষ
চেতনে জাগালো অনাবিল প্রেমধারা,
ধ্বংসস্তুপে টলায়মান যে জাতি অন্ধকারে করছিলো আতিপাতি
সমবেত হলো শুভ্রচেতনে যত ছিলো পথহারা।


ওগো মুহম্মদ! প্রিয় মুহম্মদ!কাঁদবে তুমি 'ইয়াহাবলি উম্মত'
বলে বলে; ডেকে যাবে রোজ হাশরে,
সে-ই অপার করুণার নীরে সিক্ত করিও সকল পাপীরে,
ঢেকে রেখো আমায় প্রেম-করুণার চাদরে।


১৯/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।