ধরণী সৃষ্টির মূলে ক্রিয়াশীল নারী!
সৃষ্টিকে সুন্দর রাখা তাঁদের প্রয়াস;
তবুও, জগতে তাঁরা নহে অহংকারী,
জননী-ভগিনী-জায়া অনন্ত বিশ্বাস।
সর্বংসহা, সর্ববহা; মায়ার বন্ধন
তুলে দেয় সমুদয় পুরুষের চিতে।
আর কতোকাল রবে রন্ধনে-ক্রন্দনে,
অভ্যস্ত স্বভাবে মৃত্তিকার পৃথিবীতে?


আকাশ ছোঁয়ার স্পর্ধা চৈতন্যের বোধে,
শ্রমের সম্মানে জাগো প্রাণের সংকল্পে;
ভাগ্যজয়ী! জেগে উঠো; আঙিনার রোদে
জ্যোতিস্কের বীজ বোনো জীবনের গল্পে।
রুদ্র স্নিগ্ধতায় আনো পরম সঞ্চয়,
প্রতি প্রহরে বিকাশি' অনন্ত বিস্ময়।


০৯/০৩/২০২১
মিরপুর, ঢাকা।