নারী জাগরণ হোক আমরণ শ্লোগানে-মিছিলে-কাব্যে,
শক্তির সাথে লড়ে দিনেরাতে; অতঃপর, কিছু ভাববে।
নারীই জননী, নারীই ভগিনী, নারীই প্রেয়সী মর্ত্যে,
কর্ম ও গুণে পৃথিবীর বুকে হীন নয় কোন শর্তে।
তাইতো, নারীতে জগত খেলিছে বিপ্লবী উল্লাসে,
নারীর পরশে জেগেছে হরষে; ভয় নেই কোন ত্রাসে।
প্রাণ খোলা হাসি ঝরে রাশিরাশি নারী যদি হয় শান্ত,
'দাসী করে তারে বেঁধে রাখো ঘরে'- ধারণা তোমার ভ্রান্ত।


জাগো, নন্দিনী! যতো বন্দিনী সত্যের হাত ধরে,
মনীষীরা কহে, উদ্ধত নহে, প্রেম রাখো অন্তরে।
যে জন জগতে নারীর চেতনে করে যায় সেবাকর্ম,
সে জন ধরায় নিজে খুঁজে পায় বিশ্ববিজয়ী ধর্ম।
তাই, হও মন নারীর স্বজন, নারীর সুজন ভুবনে,
দেখবে তখন অঝোর শ্রাবণ, বিজয়-তিলক মননে।


২৬/০৩/২০২১
মিরপুর, ঢাকা।