দিবসের কর্ম শেষে বসে আছি একা
হয়তো আকাশে পাবো প্রিয়তির দেখা    
খুঁজে ফিরি তারে আমি রাতের গহীনে,
উপরে খোলা আকাশ। নিতে চাই চিনে    
তোমাকে প্রিয়তি। আকাশের যত তারা
মিটিমিটি একা একা নিভে আর জ্বলে
তারা সবে কত কথা যায় বলে-
হে চিরসুন্দর! ভেদ করি রুক্ষ মরুকারা
এবার বর্ষণ করো শ্রাবণের ধারা।


হে আমার চন্দ্রাবতী, সুদূরের মিতা!
তুমি তো চেয়েছো প্রতি ভোরে নতুন কবিতা
দু'হাত বাড়িয়ে আজ লহ তারে বুঝে
হৃদয়ের ছন্দবন্ধ ভাবনাকে তাতে পাবে খুঁজে।
এখানে এ কবিতার মাঝে
আতরের ঘ্রাণ পাবে প্রত্যহ সকালে সাঁঝে।


মানুষেরা চলে যায় পাখিদের মত
অজানার কোন দেশে সঙ্গিহীন অবিরত।          
তবু হৃদয়ের মাঝে কত আশা জাগে
চিত্তের অনিত্য অনুরাগে;
তাই বুঝি বারেবারে ফিরে ফিরে চায়।


হায়!
কেনো যে সকলেই চলে যায়!
কোন এক দূর মহাবিশ্বে, অজানায়।    
দূরাগত নিঃসীম গভীর অন্ধকারে
চলে যায় তারা দলে দলে ক্রমবর্ধমানহারে।      


মিরপুর, ঢাকা
৩০/০৯/২০১৮