ভুলে থাকি সত্য কথা
মিথ্যা নিয়ে বাতুলতা
অহরহ করে বেড়ায়
         সকল সূধীজনে,
রাজনীতি আর ধর্মনীতি
জাগায় মনে ভীষণ ভীতি
কখন যেন আছড়ে পড়ে
         সাধুজনের মনে।


আমরা সকল আমজনতা
        ভয়ে ভয়ে থাকি,
মিথ্যা দিয়ে সত্য কথা
       আড়াল করে রাখি।


ভালোবাসা ভালো কথা
বলে নাকো যথাতথা
তোষামোদের ফুলকি ছড়ায়
       স্বার্থ-মোহের টানে,
কখনোবা হয় বাঙালি
জোরে জোরে মারে তালি
অর্থ পেলে যায় যে চলে
        অন্য কোন খানে।


রাজনীতির এ জুয়াখেলায়
       ঢল নেমেছে, হায়!
নট-নটিরা কর্ম ফেলে
      নেতা হয়ে যায়।


চাঁদের নদী সর্বনাশে
তারে সবে ভালোবাসে
রূপোর আলোয় ঢেকে রাখে
       চন্দ্রিমা-প্রেম শিখা,
আহা! মধুর কী মাধুরী!
গহীন রাগের সুর লহরী
আলতো করে ভেঙে দেয় সে
       সকল অহমিকা।


চেতনার এই স্নিগ্ধ কথা
       কাব্যকথায় খেলে,
তবুও থাকে অন্ধ-বধির
      চক্ষু নাহি মেলে।


২৬/০১/২০১৯
মিরপুর, ঢাকা।