কু-আশার কুয়াশায় ডুবে আছে মন
এই ভাবের সংসারে, নন্দন কাননে,
পারিজাত কুসুমের সুবর্ণ কিরণ
নিয়ত কামনা করে, নিত্য সঙ্গোপনে।
নিত্য আশা করি চিত্তে, রুক্ষ্ম মরুতলে
জলবতী নদীধারা নূপুরের স্বরে
বয়ে যাক নিরন্তর, মুগ্ধ কলকলে;
যুবতী মেয়ের মতো পৃথিবীর 'পরে।


কিন্তু হায়! দেখি আজ মরা পৃথিবীর
তিলোত্তমা নগরীতে শুধু হাহাকার!
বিষাক্তবায়ু প্রবাহ। জলঙ্গীর নীর
নষ্ট, দুষিত, অপেয়, গতি নাই যার।
কবিতায় খুঁজি তাই, বিমলা কিঙ্করী,
কোমল শীতল ছায়া শুদ্ধ বনেশ্বরী।


০৩/১২/২০১৯
মিরপুর, ঢাকা।