এইখানে ছন্দ নেই, কবিতার বসবাস;
কবিতারা বনবাসে অকবির প্ররোচনে।
কবিতায় প্রেম নেই, প্রেমিক প্রেমিকা থাকে,
অজ্ঞতার অন্ধকারে কবিতা রচনা করে,
ভালোবাসাহীন প্রেম হৃদয়ে মননে জাগে।
অন্ধকার ভেদ করে আলোর সকাশে যেতে
জ্ঞানের সন্ধানে কেউ বই পড়ে না এখন;
কবি ও অকবি বক্তা হতে চায়, শ্রোতা নয়।
সামাজিক প্রলোভনে ধর্ম-আচরণ চলে,
ধর্ম-অধর্মের কথা কেউতো শুনে না; তারা
মানুষ মারার অস্ত্র শানায় ধর্মের নামে।
কাব্যের পাড়ায় চলে প্রহসনের প্রলাপ-
আবৃত্তির মূল সূত্র আয়ত্তহীন শিল্পীরা
পেঁচার মতো চ্যাঁচায়ে শ্রোতাকে শোনাতে চায়।
নৃত‌্যকলা পরিহারে সঙ সেজে কতো ঢঙে
চলে নর্তন কুর্দন পেতে শিল্পীর তকমা!
কবি! জেগে উঠো তুমি কবিতার প্রয়োজনে
হোক সত্য-সুন্দরের কাব্যকলা অন্বেষণ-
নন্দ্যন জেগে উঠুক সুন্দরের প্রত্যাশায়।


৩০/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।