কবিতার কথা আজ বড় ম্রিয়মাণ,
বন্ধুর মননে বন্ধু পায় না সম্মান!
বৃদ্ধজন ভুলে গিয়ে কিশোরের মতো,
বিদ্বেষের অগ্নি ছোঁড়ে ক্রোধে অবিরত।
ভুলে যায় প্রেম-প্রীতি, ভুলে যায় মায়া,
ভুলে যায় শেষ হবে এ মাটির কায়া।
সুবোধের দিন শেষ হয়েছে কি আজ?
না হলে এমন কেনো? ভুলি ভয়-লাজ!
কথার পরতে কথা বাড়ায় বক্রতা,
কথার চাতুরতায় বাড়ে না ক্ষমতা!
নঞর্থক ভাবধারা সুফল আনে না,
অসুর-চেতন মন, সুর কি জানে না।
এসো বন্ধু, অবিরাম সত্যের সোপানে,
লক্ষ্যপানে হেঁটে যাই জীবনের গানে।


০২/১১/২০২২
মিরপুর ঢাকা।